ভালোবাসা দিবসে আসিফ আকবরের নতুন গান ‘কষ্ট ভীষণ’

বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর এবারের ভালোবাসা দিবসে উপহার দিচ্ছেন এক মর্মস্পর্শী গান। গানটির শিরোনাম ‘কষ্ট ভীষণ’। গানটিতে ভালোবাসার মানুষের অচেনা রূপ এবং তার কারণে হৃদয়ে জমে ওঠা বেদনার কথা ফুটে উঠেছে। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর দিয়েছেন মনোয়ার হোসেন টুটুল এবং সংগীতায়োজন করেছেন পার্থ মজুমদার। গানটির ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের সুবর্ণভূমি গ্রামের মনোরম প্রাকৃতিক পরিবেশে গানটির দৃশ্যধারণ করা হয়েছে। ভিডিওটিতে আসিফ আকবরের পাশাপাশি মডেল মৌরী মাহদীর উপস্থিতি দর্শকদের জন্য নিয়ে এসেছে এক অনন্য রসায়ন।

গানটি সম্পর্কে আসিফ আকবর বলেন, “এই গানে দর্শক-শ্রোতারা অনেক নতুনত্ব পাবেন। আহমেদ রিজভী ভাইয়ের লেখা, টুটুল ভাইয়ের সুর এবং পার্থ দার সংগীতায়োজন গানটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। চন্দনের ভিডিওতে আমার সাথে মৌরীর রসায়নও দর্শকদের ভালো লাগবে। আশা করি, ‘কষ্ট ভীষণ’ শ্রোতাদের জন্য ভ্যালেন্টাইনস ডে বিশেষ করে তুলবে।”

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে, ভালোবাসা দিবস উপলক্ষে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হবে। এছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে গানটি শোনা যাবে।

‘কষ্ট ভীষণ’ গানটি নিয়ে সঙ্গীতপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ভালোবাসা দিবসে এই গানটি নিয়ে আসিফ আকবর আবারও শ্রোতাদের হৃদয় জয় করতে চলেছেন।

Related Posts

রাজীব: ঢাকাই সিনেমার কিংবদন্তি খলনায়ক যিনি ভয়ের চরিত্রে ভালোবাসা অর্জন করেছিলেন

ওয়াসীমুল বারী রাজীব শুধু একজন খলনায়ক ছিলেন না—তিনি ছিলেন এক ঐতিহাসিক চরিত্র, যিনি বাংলা সিনেমায় খলচরিত্রকে দিয়েছে নতুন মাত্রা। তার অবদান ও অভিনয় দক্ষতা আজও বাংলা সিনেমা জগতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

বিস্তারিত
নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার অভিনেত্রী দিতির কন্যা লামিয়া চৌধুরী

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত অভিনেত্রী দিতি ও সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন…

বিস্তারিত

যদি দেখে না থাকেন

রাজীব: ঢাকাই সিনেমার কিংবদন্তি খলনায়ক যিনি ভয়ের চরিত্রে ভালোবাসা অর্জন করেছিলেন

রাজীব: ঢাকাই সিনেমার কিংবদন্তি খলনায়ক যিনি ভয়ের চরিত্রে ভালোবাসা অর্জন করেছিলেন

রমজানে মধ্যপ্রাচ্যে বা আরব বিশ্বে ব্যতিক্রমী ৬ ঐতিহ্য

রমজানে মধ্যপ্রাচ্যে বা আরব বিশ্বে ব্যতিক্রমী ৬ ঐতিহ্য

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার অভিনেত্রী দিতির কন্যা লামিয়া চৌধুরী

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার অভিনেত্রী দিতির কন্যা লামিয়া চৌধুরী

খিলগাঁও তালতলা মার্কেটের পাশে স-মিলে আগুন, ফায়ার সার্ভিসের অভিযান চলছে

খিলগাঁও তালতলা মার্কেটের পাশে স-মিলে আগুন, ফায়ার সার্ভিসের অভিযান চলছে

১০ পেশা যেখানে ডিভোর্সের হার সর্বোচ্চ: ২০২৪ সালের পরিসংখ্যান

১০ পেশা যেখানে ডিভোর্সের হার সর্বোচ্চ: ২০২৪ সালের পরিসংখ্যান

রমজানের রোযা: কুরআন ও হাদীসের আলোকে ফযীলত ও গুরুত্ব

রমজানের রোযা: কুরআন ও হাদীসের আলোকে ফযীলত ও গুরুত্ব