দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ

নামাজে দোয়া কুনুতের গুরুত্ব

দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে সুরা-কেরাত, দরুদ, তাশাহুদ, দোয়ায়ে মাসুরাসহ বিভিন্ন দোয়া পড়া হয়, যা নামাজের অপরিহার্য অংশ। এসব দোয়ার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল দোয়া কুনুত

দোয়া কুনুতকে মূল্যবান দোয়াগুলোর মধ্যে অন্যতম মনে করা হয়। এটি বিতর নামাজের তৃতীয় রাকাতে সুরা ফাতিহার সঙ্গে সুরা মিলানোর পর পাঠ করতে হয়। এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ আবেদনগুলো তুলে ধরা হয়। রাসুলুল্লাহ (সা.) মাঝে মাঝে দোয়া কুনুত পাঠ করতেন

হাদিস থেকে দোয়া কুনুতের প্রমাণ

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন,

‘আমি এক রাতে নবী (সা.)-এর নিকটে ছিলাম। তিনি শয্যাত্যাগ করলেন এবং দুই রাকাত নামাজ পড়লেন। এরপর উঠে বিতর পড়লেন। প্রথম রাকাতে ফাতিহার পর সুরা আআলা পাঠ করলেন। এরপর রুকু ও সিজদা করলেন। দ্বিতীয় রাকাতে ফাতিহা ও কাফিরূন পাঠ করলেন এবং রুকু-সিজদা করলেন। তৃতীয় রাকাতে ফাতিহা ও ইখলাস পাঠ করলেন। এরপর রুকুর আগে কুনূত পড়লেন।’

(কিতাবুল হুজ্জাহ ১/২০১; নাসবুর রায়াহ : ২/১২৪)

দোয়া কুনুত (আরবি, উচ্চারণ ও অর্থসহ)

দোয়া কুনুত (আরবি)

اَللَّهُمَّ اِنَّ نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ

উচ্চারণ

আল্লাহুম্মা ইন্না নাসতায়িনুকা ওয়া নাসতাগ ফিরুকা, ওয়ানু’মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর। ওয়া নাসকুরুকা ওয়ালা নাক ফুরুকা, ওয়ানাখলাউ উয়ানাত রুকু মাইয়্যাফযুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকানা’বুদু ওয়ালাকা নুছল্লি, ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসয়া; ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আজাবাকা; ইন্না আজাবাকা বিলকুফফারি মুলহিক্।

অর্থ

হে আল্লাহ! আমরা তোমারই সাহায্য চাই। তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ! আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সিজদাহ করি। আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আযাবকে ভয় করি। আর তোমার আযাব তো কাফেরদের জন্যই নির্ধারিত।

উপসংহার

দোয়া কুনুত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া, যা নামাজে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হিসেবে কাজ করে। হাদিসের নির্দেশনা অনুযায়ী, এই দোয়া পাঠ করা সুন্নত এবং এটি পড়ার মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া যায়। নিয়মিত বিতর নামাজের তৃতীয় রাকাতে দোয়া কুনুত পাঠ করা প্রত্যেক মুসলমানের জন্য একটি গুরুত্বপূর্ণ আমল।

Related Posts

রমজানে মধ্যপ্রাচ্যে বা আরব বিশ্বে ব্যতিক্রমী ৬ ঐতিহ্য

বিশ্বজুড়ে পবিত্র রমজান মাস নানা সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্য দিয়ে উদযাপিত হয়। মুসলমানদের জন্য বিশেষ এই মাসে ধর্মীয় অনুশীলনের পাশাপাশি বিভিন্ন দেশে গড়ে উঠেছে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি। মধ্যপ্রাচ্যে রমজানের আমেজ…

বিস্তারিত
রমজানের রোযা: কুরআন ও হাদীসের আলোকে ফযীলত ও গুরুত্ব

রমজান মাস মুসলমানদের জন্য বছরের সবচেয়ে পবিত্র সময়। এই মাসে বিশ্বজুড়ে মুসলমানরা আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশ্যে রোযা পালন করে। কুরআন ও হাদীসে রোযার গুরুত্ব ও ফযীলত বিশদভাবে বর্ণিত হয়েছে, যা…

বিস্তারিত

যদি দেখে না থাকেন

রাজীব: ঢাকাই সিনেমার কিংবদন্তি খলনায়ক যিনি ভয়ের চরিত্রে ভালোবাসা অর্জন করেছিলেন

রাজীব: ঢাকাই সিনেমার কিংবদন্তি খলনায়ক যিনি ভয়ের চরিত্রে ভালোবাসা অর্জন করেছিলেন

রমজানে মধ্যপ্রাচ্যে বা আরব বিশ্বে ব্যতিক্রমী ৬ ঐতিহ্য

রমজানে মধ্যপ্রাচ্যে বা আরব বিশ্বে ব্যতিক্রমী ৬ ঐতিহ্য

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার অভিনেত্রী দিতির কন্যা লামিয়া চৌধুরী

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার অভিনেত্রী দিতির কন্যা লামিয়া চৌধুরী

খিলগাঁও তালতলা মার্কেটের পাশে স-মিলে আগুন, ফায়ার সার্ভিসের অভিযান চলছে

খিলগাঁও তালতলা মার্কেটের পাশে স-মিলে আগুন, ফায়ার সার্ভিসের অভিযান চলছে

১০ পেশা যেখানে ডিভোর্সের হার সর্বোচ্চ: ২০২৪ সালের পরিসংখ্যান

১০ পেশা যেখানে ডিভোর্সের হার সর্বোচ্চ: ২০২৪ সালের পরিসংখ্যান

রমজানের রোযা: কুরআন ও হাদীসের আলোকে ফযীলত ও গুরুত্ব

রমজানের রোযা: কুরআন ও হাদীসের আলোকে ফযীলত ও গুরুত্ব