
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত অভিনেত্রী দিতি ও সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তিনি।
পৈতৃক সম্পত্তি নিয়ে হামলার অভিযোগ
লামিয়া চৌধুরী অভিযোগ করেছেন, তাঁদের পৈতৃক সম্পত্তি দখল করার চেষ্টা চালানো হচ্ছে দীর্ঘদিন ধরে। আজও যখন তিনি সোনারগাঁয়ে যান, তখনই হামলার শিকার হন। এ সময় তাঁর ওপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা।
প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে লামিয়া বলেন,
“আম্মা মারা যাওয়ার পর প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার আমি আত্মীয়দের সঙ্গে দেখা করতে নারায়ণগঞ্জে যাই। কিন্তু কিছুদিন ধরে আমাদের জায়গা দখলের চেষ্টা চলছে। আজ যখন আমি সেখানে যাই, তখনই সন্ত্রাসীরা অস্ত্রসহ হামলা চালায়। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আমার পা ভেঙে দেয়, ফোন কেড়ে নেয় এবং ওড়না ছিঁড়ে ফেলে।”
তিনি আরও জানান, সন্ত্রাসীরা এতটাই বেপরোয়া ছিল যে, তাঁর আত্মীয়স্বজনদের একটি ঘরে আটকে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়।
ফেসবুক লাইভে হামলার দৃশ্য
হামলার সময় লামিয়া চৌধুরী ফেসবুকে লাইভ করেন, যেখানে দেখা যায় উত্তেজিত কিছু লোক তাঁর দিকে তেড়ে আসছে। লাইভে তিনি বলেন,
“আমার মা–বাবা নেই, তাই সবাই আমাদের সম্পত্তি দখলের চেষ্টা করছে। আমি একা সবকিছু সামলাচ্ছি, এ কারণে তারা আমাকে টার্গেট করেছে। আমার জীবন হুমকির মুখে!”
লাইভে লামিয়ার কান্নারত অবস্থায় একটি পোস্টও ভাইরাল হয়েছে, যেখানে তিনি লেখেন—
“আমার সাথে কি কেউ নাই? আমার মা–বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই?”
অপর এক পোস্টে তিনি দাবি করেন,
“আমার পা ভেঙে ফেলেছে ওরা। আমাকে হাসপাতালে পর্যন্ত যেতে দিচ্ছে না।”
প্রশাসনের কাছে নিরাপত্তার আবেদন
হামলার ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি। তবে লামিয়া প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এবং নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রতিক্রিয়া ও সামাজিক মাধ্যমে আলোচনা
ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে লামিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং দ্রুত বিচার দাবি করেছেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার একজন কর্মকর্তা জানান,
“আমরা ঘটনা সম্পর্কে অবগত এবং তদন্ত শুরু করেছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সূত্র: প্রথম আলো