
রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পাশের একটি স-মিলে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট কাজ করছে।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি জানান, ‘প্রথমে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া, আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ পেয়েছেন। আপাতত আগুনের বিস্তার ঠেকানোর চেষ্টা চলছে।