লিবিয়ার উপকূলে ২০ বাংলাদেশির গলিত লাশ উদ্ধার

লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকায় অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নিহত সবাই বাংলাদেশি নাগরিক। আজ শনিবার (৩১ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ।

তিনি জানান, “২০ মরদেহের সবগুলো লিবিয়ার ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়া নামক স্থানে প্রায় গলিত অবস্থায় পাওয়া গেছে। তাঁদের পরিচয় নিশ্চিত করা যায়নি, কারণ তাঁদের সঙ্গে কোনো ভ্রমণ দলিল মেলেনি। নৌকাডুবির ঘটনাটি ঠিক কবে ঘটেছে, তা নিশ্চিত করা সম্ভব হয়নি।”

ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার অভিবাসীরা

বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে দেখা যায়, সাগর পারে মরদেহ পড়ে আছে এবং কয়েকটি লাশ সৈকতে দাঁড়ানো একটি ট্রাকে তোলা হচ্ছে। ঘটনাস্থল লিবিয়ার বেনগাজির ব্রেগা (আল-বুরিকা) শহরের পশ্চিমে সৈকত বলে জানা গেছে।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, “স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে, অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব মৃতদেহ ব্রেগার তীরে ভেসে এসেছে। মৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”

নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে

অভিবাসী উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণকারী সংগঠন, অস্ট্রেলিয়াভিত্তিক মাইগ্র্যান্ট রেসকিউ ওয়াচের রব গোয়ানস ২৯ জানুয়ারি এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানান, লিবিয়ার সিআইডি ও অ্যাম্বুলেন্স সার্ভিস মিলে আল-আকিলা এলাকার সৈকতে ভেসে আসা আরও দুটি লাশ উদ্ধার করেছে, সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০।

আগের দিন এক পোস্টে তিনি জানান, “নথি পর্যালোচনা করে কয়েকজনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা গেছে।” এর আগে, ২৭ জানুয়ারি প্রথম পোস্টে ৭ জনের লাশ উদ্ধারের তথ্য দেন তিনি।

বাংলাদেশ দূতাবাসের পদক্ষেপ

গত ২৯ জানুয়ারি লিবিয়ার স্থানীয় গণমাধ্যম আশ-শামস লিবিয়া-এর এক প্রতিবেদনে বলা হয়, ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকার সমুদ্রতীরে একটি নৌকা এবং বাংলাদেশি অভিবাসীদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রথমে ৭টি মরদেহ পাওয়া গেলেও, পরে আরও ১১টি লাশ উদ্ধার করা হয়। এখনও আরও মরদেহ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ। বাংলাদেশ সরকার এবং লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে বিষয়টি তদন্ত করছে এবং মরদেহগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

  • Related Posts

    গাজা উপত্যকা চিরকাল ফিলিস্তিনিদের থাকবে: এরদোয়ান

    মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান ভূমধ্যসাগরে একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংঘর্ষের বিস্তারিত প্রতিবেদনে উল্লেখ করা হয়,…

    বিস্তারিত
    ভ্লাদিমির পুতিন এই সময়টির জন্যই তিন বছর দাঁতে দাঁত কামড়ে ছিলেন

    রাশিয়ার একনায়কতান্ত্রিক আগ্রাসনের বিরুদ্ধে এতদিন পশ্চিমা বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থানের প্রতীক ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চার্চিলের মতো দৃঢ় নেতার ভূমিকায়, তিনি ইউরোপকে নৈতিক অবস্থান নিতে বাধ্য করেছিলেন। কিন্তু কিয়েভে গত…

    বিস্তারিত

    যদি দেখে না থাকেন

    রাজীব: ঢাকাই সিনেমার কিংবদন্তি খলনায়ক যিনি ভয়ের চরিত্রে ভালোবাসা অর্জন করেছিলেন

    রাজীব: ঢাকাই সিনেমার কিংবদন্তি খলনায়ক যিনি ভয়ের চরিত্রে ভালোবাসা অর্জন করেছিলেন

    রমজানে মধ্যপ্রাচ্যে বা আরব বিশ্বে ব্যতিক্রমী ৬ ঐতিহ্য

    রমজানে মধ্যপ্রাচ্যে বা আরব বিশ্বে ব্যতিক্রমী ৬ ঐতিহ্য

    নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার অভিনেত্রী দিতির কন্যা লামিয়া চৌধুরী

    নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার অভিনেত্রী দিতির কন্যা লামিয়া চৌধুরী

    খিলগাঁও তালতলা মার্কেটের পাশে স-মিলে আগুন, ফায়ার সার্ভিসের অভিযান চলছে

    খিলগাঁও তালতলা মার্কেটের পাশে স-মিলে আগুন, ফায়ার সার্ভিসের অভিযান চলছে

    ১০ পেশা যেখানে ডিভোর্সের হার সর্বোচ্চ: ২০২৪ সালের পরিসংখ্যান

    ১০ পেশা যেখানে ডিভোর্সের হার সর্বোচ্চ: ২০২৪ সালের পরিসংখ্যান

    রমজানের রোযা: কুরআন ও হাদীসের আলোকে ফযীলত ও গুরুত্ব

    রমজানের রোযা: কুরআন ও হাদীসের আলোকে ফযীলত ও গুরুত্ব