
সুইডেনে প্রকাশ্যে কোরআন পুড়িয়ে বিশ্বব্যাপী সমালোচনা সৃষ্টি করা ইরাকি নাগরিক সালওয়ান মোমিকা গুলিতে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।
মোমিকা ২০২৩ সালে ঈদুল আজহার দিনে একটি মসজিদের সামনে কোরআন পোড়ানোর ঘটনায় আলোচনায় আসেন। এর পর থেকে তিনি ও তার কিছু সহযোগী কোরআন পোড়ানোর কার্যক্রম চালিয়ে যান, যা বিশ্বব্যাপী মুসলিম দেশগুলোর তীব্র সমালোচনার সৃষ্টি করে। বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বীরা তীব্র প্রতিবাদ জানায় এবং কিছু দেশে সংঘর্ষের ঘটনাও ঘটে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মোমিকার বিরুদ্ধে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার দায়ে আজ আদালতের রায় দেওয়ার কথা ছিল। তবে আদালতে উপস্থিত হওয়ার আগেই তিনি গুলিতে নিহত হন। স্টকহোম পুলিশ জানিয়েছে, বুধবার রাতে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় এবং হত্যাকাণ্ড সন্দেহে তদন্ত শুরু হয়। অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে।
২০২৩ সালে, সুইডেন এবং ডেনমার্কে কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বব্যাপী উত্তেজনা সৃষ্টি হয়, বিশেষ করে মুসলিম দেশগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানায়। এর পর সুইডেনের সরকার মোমিকার কর্মকাণ্ড সমর্থন দিলেও, উত্তেজনা বাড়লে তার রেসিডেন্স পারমিট বাতিল করে। তবে তাকে ইরাকে ফেরত পাঠানোর কোনো ব্যবস্থা করা হয়নি।
এদিকে, স্টকহোম আদালত জানিয়েছে, মোমিকার বিরুদ্ধে পূর্বনির্ধারিত মামলার রায় ঘোষণা স্থগিত করা হয়েছে, কারণ মামলার এক অভিযুক্ত মারা গেছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র: ওয়াশিংটন পোস্ট