
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান ভূমধ্যসাগরে একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংঘর্ষের বিস্তারিত
প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্থানীয় সময় বুধবার রাতে পোর্ট সাইদ বন্দরের কাছে রণতরীটির সঙ্গে পানামার পতাকাবাহী বাণিজ্যিক কার্গো জাহাজ বেসিকটাস-এমের সংঘর্ষ হয়। মার্কিন নৌবাহিনীর ষষ্ঠ বহরের এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনার সময় ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানে ৫,০০০ ক্রু সদস্য ছিলেন।
দুর্ঘটনার কারণ ও পরিণতি
মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, পোর্ট সাইদ থেকে সুয়েজ খালে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানের ওজন প্রায় ১ লাখ টন, যেখানে সংঘর্ষে জড়ানো কার্গো জাহাজটির ওজন ৫৩ হাজার টন। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং জলযান দুটির কোনো অংশে পানি ঢোকার মতো পরিস্থিতিও তৈরি হয়নি।
তদন্ত চলছে
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এই ঘটনা মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের ওপর কোনো প্রভাব ফেলবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
নতুন আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন।