
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে এক অনুষ্ঠানে এ বিষয়ে বক্তব্য দেন। তিনি জানান, সরকারের পক্ষ থেকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে।
শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কমিউনিটি আয়োজিত সিআইপি সম্মাননা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এছাড়া, পাসপোর্ট প্রক্রিয়ায় ‘ভেরিফিকেশন’ ঝামেলা কমানোর আশ্বাসও দেন, যাতে প্রবাসীদের সেবা আরো সহজ হয়।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা খুবই জটিল প্রক্রিয়া, তবে এই বিষয়ে কাজ শুরু হয়েছে এবং বিভিন্ন এক্সপার্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।” তিনি আরও জানান, জুলাই বিপ্লবের পর গঠিত সরকারের লক্ষ্য দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের সকল খাতে উন্নয়ন সাধন।
প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রবাসীরা দেশে বিনিয়োগ করুন, আমাদের দেশের উন্নয়নে সহযোগিতা করুন, বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে সাহায্য করুন।”
এছাড়া, অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান, এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সম্মাননা প্রদান করা হয় ২০২৪ ও ২০২৫ সালের জন্য সংযুক্ত আরব আমিরাতের ৫২ জন সিআইপিকে। অনুষ্ঠান শেষে প্রবাসী শিক্ষার্থী এবং শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।