হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল আমির খানের একটি ভিডিও ও কয়েকটি স্থিরচিত্র। ফেসবুক রিলস, ইউটিউব শর্টস—সবখানেই ঘুরছে ভিডিওটি। তবে এটি ছড়িয়ে পড়ার মূল কারণ আমিরের লুক। ভিডিওতে দেখা যাচ্ছে, গায়ে পুরোনো ছেঁড়া বস্তা জড়িয়ে, উষ্কখুষ্ক চুল ও মোটা ভ্রু এঁকে একেবারে গুহামানবের মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা।
এই অদ্ভুত লুকের নেপথ্যে কী? অবশেষে জানা গেছে রহস্য! ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, এটি আসলে আমির খানের নতুন বিজ্ঞাপন প্রচারণার অংশ। এক জনপ্রিয় কোমল পানীয়র বিজ্ঞাপনের জন্যই তিনি এই গুহামানবের বেশ ধরেছেন।
‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির তাঁর নতুন সিনেমার খবরও জানিয়েছেন ভক্তদের। দীর্ঘদিন বড় পর্দায় দেখা না গেলেও এবার নিশ্চিত করেছেন, তাঁর নতুন সিনেমা সিতারে জমিন পার মুক্তি পাবে চলতি বছরের বড়দিনে। এটি তাঁর ২০০৭ সালের জনপ্রিয় সিনেমা তারে জমিন পার-এর সিকুয়েল।
এ ছাড়া আমির এখন প্রযোজনাতেও মনোযোগী। তাঁর প্রযোজিত সিনেমায় দেখা যাবে বলিউডের সুপারস্টার সানি দেওলকে। ছবিটি মুক্তি পাবে আগামী আগস্টে।






