
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন, যিনি ‘এক কাপ চায়ে আমি তোমাকে চাই’ গানের জন্য ব্যাপক জনপ্রিয়, এবার ভালোবাসা দিবসে নতুন করে প্রেমে পড়ার কথা স্বীকার করেছেন। ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রেমে পড়লে খুব ব্যথা লাগে। আমি এভাবেই প্রেমে পড়ি।’
প্রতিবেদনে বলা হয়, ভালোবাসা দিবসের সকালেই তার বাড়িতে পৌঁছান তার প্রেমিকা। সাক্ষাৎকারে কবীর সুমন জানান, ‘আমি লাউড স্পিকারে কলটা দিচ্ছি। যার কথা বলছি, তিনি সামনেই বসে আছেন এবং আমাদের সব কথা শুনছেন।’
শারীরিক অসুস্থতা সত্ত্বেও প্রেমের অনুভূতি তাকে নতুন করে উজ্জীবিত করছে বলে জানান তিনি। ‘এখন ঠিক মতো হাঁটতে পারি না, আমাকে ধরে ধরে নিয়ে যেতে হয়। কিন্তু ভালোবাসা কি কখনো কমে? আমি প্রেম করছি, আর এটাই আমাকে বাঁচিয়ে রাখছে।’
তার প্রেমিকার বয়স ৫০ বছর হলেও, বয়স কখনো ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়নি বলে মন্তব্য করেন এই গায়ক। ‘আমার প্রেম আসে ঝড়ের মতো, আমি ভেসে যাই। এই ভেসে যাওয়াতেই বেঁচে থাকা। ভালোবাসাই চিরন্তন।’
কবীর সুমন: বাংলা গানের নবযুগের পথিকৃৎ
১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে বাংলা গানে এক নতুন ধারার সূচনা করেন কবীর সুমন। তার স্বরচিত গানের অ্যালবামের সংখ্যা পনেরো। সংগীত রচনা, সুরারোপ, সংগীতায়োজন ও কণ্ঠদানের পাশাপাশি তিনি গদ্য রচনা ও অভিনয়ের ক্ষেত্রেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন। একাধিক প্রবন্ধ, উপন্যাস ও ছোটগল্প রচনার মাধ্যমেও তিনি সমৃদ্ধ করেছেন সাহিত্যজগৎ।
ভালোবাসার গল্পে নতুন মোড়
কিংবদন্তি এই শিল্পীর নতুন প্রেমের গল্প তার ভক্তদের জন্য যেমন চমকপ্রদ, তেমনই ভালোবাসার প্রতি তার অপরিসীম বিশ্বাসের প্রতিচ্ছবি। বয়স, শারীরিক অসুস্থতা কিংবা জীবনের নানা চ্যালেঞ্জ—কিছুই তাকে প্রেমে পড়া থেকে বিরত রাখতে পারেনি। কবীর সুমনের ভাষায়, ‘ভালোবাসাই চিরন্তন।’