ভালোবাসা দিবসে নতুন প্রেমে কবীর সুমন: ‘আমি ভেসে যাচ্ছি’

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন, যিনি ‘এক কাপ চায়ে আমি তোমাকে চাই’ গানের জন্য ব্যাপক জনপ্রিয়, এবার ভালোবাসা দিবসে নতুন করে প্রেমে পড়ার কথা স্বীকার করেছেন। ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রেমে পড়লে খুব ব্যথা লাগে। আমি এভাবেই প্রেমে পড়ি।’

প্রতিবেদনে বলা হয়, ভালোবাসা দিবসের সকালেই তার বাড়িতে পৌঁছান তার প্রেমিকা। সাক্ষাৎকারে কবীর সুমন জানান, ‘আমি লাউড স্পিকারে কলটা দিচ্ছি। যার কথা বলছি, তিনি সামনেই বসে আছেন এবং আমাদের সব কথা শুনছেন।’

শারীরিক অসুস্থতা সত্ত্বেও প্রেমের অনুভূতি তাকে নতুন করে উজ্জীবিত করছে বলে জানান তিনি। ‘এখন ঠিক মতো হাঁটতে পারি না, আমাকে ধরে ধরে নিয়ে যেতে হয়। কিন্তু ভালোবাসা কি কখনো কমে? আমি প্রেম করছি, আর এটাই আমাকে বাঁচিয়ে রাখছে।’

তার প্রেমিকার বয়স ৫০ বছর হলেও, বয়স কখনো ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়নি বলে মন্তব্য করেন এই গায়ক। ‘আমার প্রেম আসে ঝড়ের মতো, আমি ভেসে যাই। এই ভেসে যাওয়াতেই বেঁচে থাকা। ভালোবাসাই চিরন্তন।’

কবীর সুমন: বাংলা গানের নবযুগের পথিকৃৎ

১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে বাংলা গানে এক নতুন ধারার সূচনা করেন কবীর সুমন। তার স্বরচিত গানের অ্যালবামের সংখ্যা পনেরো। সংগীত রচনা, সুরারোপ, সংগীতায়োজন ও কণ্ঠদানের পাশাপাশি তিনি গদ্য রচনা ও অভিনয়ের ক্ষেত্রেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন। একাধিক প্রবন্ধ, উপন্যাস ও ছোটগল্প রচনার মাধ্যমেও তিনি সমৃদ্ধ করেছেন সাহিত্যজগৎ।

ভালোবাসার গল্পে নতুন মোড়

কিংবদন্তি এই শিল্পীর নতুন প্রেমের গল্প তার ভক্তদের জন্য যেমন চমকপ্রদ, তেমনই ভালোবাসার প্রতি তার অপরিসীম বিশ্বাসের প্রতিচ্ছবি। বয়স, শারীরিক অসুস্থতা কিংবা জীবনের নানা চ্যালেঞ্জ—কিছুই তাকে প্রেমে পড়া থেকে বিরত রাখতে পারেনি। কবীর সুমনের ভাষায়, ‘ভালোবাসাই চিরন্তন।’

  • Related Posts

    রাজীব: ঢাকাই সিনেমার কিংবদন্তি খলনায়ক যিনি ভয়ের চরিত্রে ভালোবাসা অর্জন করেছিলেন

    ওয়াসীমুল বারী রাজীব শুধু একজন খলনায়ক ছিলেন না—তিনি ছিলেন এক ঐতিহাসিক চরিত্র, যিনি বাংলা সিনেমায় খলচরিত্রকে দিয়েছে নতুন মাত্রা। তার অবদান ও অভিনয় দক্ষতা আজও বাংলা সিনেমা জগতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

    বিস্তারিত
    নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার অভিনেত্রী দিতির কন্যা লামিয়া চৌধুরী

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত অভিনেত্রী দিতি ও সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন…

    বিস্তারিত

    যদি দেখে না থাকেন

    রাজীব: ঢাকাই সিনেমার কিংবদন্তি খলনায়ক যিনি ভয়ের চরিত্রে ভালোবাসা অর্জন করেছিলেন

    রাজীব: ঢাকাই সিনেমার কিংবদন্তি খলনায়ক যিনি ভয়ের চরিত্রে ভালোবাসা অর্জন করেছিলেন

    রমজানে মধ্যপ্রাচ্যে বা আরব বিশ্বে ব্যতিক্রমী ৬ ঐতিহ্য

    রমজানে মধ্যপ্রাচ্যে বা আরব বিশ্বে ব্যতিক্রমী ৬ ঐতিহ্য

    নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার অভিনেত্রী দিতির কন্যা লামিয়া চৌধুরী

    নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার অভিনেত্রী দিতির কন্যা লামিয়া চৌধুরী

    খিলগাঁও তালতলা মার্কেটের পাশে স-মিলে আগুন, ফায়ার সার্ভিসের অভিযান চলছে

    খিলগাঁও তালতলা মার্কেটের পাশে স-মিলে আগুন, ফায়ার সার্ভিসের অভিযান চলছে

    ১০ পেশা যেখানে ডিভোর্সের হার সর্বোচ্চ: ২০২৪ সালের পরিসংখ্যান

    ১০ পেশা যেখানে ডিভোর্সের হার সর্বোচ্চ: ২০২৪ সালের পরিসংখ্যান

    রমজানের রোযা: কুরআন ও হাদীসের আলোকে ফযীলত ও গুরুত্ব

    রমজানের রোযা: কুরআন ও হাদীসের আলোকে ফযীলত ও গুরুত্ব