হামজা চৌধুরীর নতুন চ্যালেঞ্জ: শেফিল্ড ইউনাইটেডে যোগ দিলেন বাংলাদেশি ব্লেড

বাংলাদেশ জাতীয় দলে খেলার সব আনুষ্ঠানিকতা শেষ করার পর ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ক্লাব ফুটবলেও নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটি থেকে তিনি যোগ দিয়েছেন চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। সেখানে তার মূল লক্ষ্য ক্লাবকে প্রিমিয়ার লিগে উত্তীর্ণ করা।

শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার হামজার ব্যাপারে আগ্রহী ছিলেন অনেক আগে থেকেই। ২০২৩ সালে ওয়াটফোর্ডে ধারে (লোন) খেলার সময় থেকেই তিনি হামজার খেলার ভক্ত। এবার সুযোগ পেয়েই তাকে দলে ভিড়িয়েছেন। গত সোমবার ক্লাবটি হামজাকে ‘বাংলাদেশি ব্লেড’ বলে স্বাগত জানিয়েছে।

২৭ বছর বয়সী এই মিডফিল্ডারকে নিয়ে কোচ ওয়াইল্ডার বলেন, ‘‘এই বিভাগে তার সাফল্য রয়েছে। সে এমন একটি জায়গায় খেলে যেখানে আমাদের সংকট ছিল। তার শারীরিক সামর্থ্য, প্রাণোচ্ছ্বল উপস্থিতি ও শক্তি আমাদের দলকে উপকৃত করবে।’’

আগামী শনিবার ডার্বি কাউন্টির বিপক্ষে ম্যাচ দিয়ে হামজার নতুন ক্লাবে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। কোচ ওয়াইল্ডার বলেন, ‘‘সে বিজয়ী মানসিকতার ফুটবলার। লেস্টারের হয়ে তার সাফল্যের অভিজ্ঞতা আছে এবং আমাদের পজিশনের ঘাটতি পূরণে সে ছিল প্রধান লক্ষ্য।’’

ইউরোপীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, চলতি মৌসুমের শেষ পর্যন্ত ধারে (লোন) শেফিল্ড ইউনাইটেডে খেলবেন হামজা। ফুটবল বিশ্লেষক ফ্যাব্রিজিও রোমানো জানান, চুক্তির শর্ত অনুযায়ী, এই সময়ে হামজার পুরো বেতন পরিশোধ করবে শেফিল্ড ইউনাইটেড।

শেফিল্ড ইউনাইটেড বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্থানে রয়েছে এবং প্রিমিয়ার লিগে সরাসরি উত্তীর্ণ হওয়ার দৌড়ে ভালোভাবেই টিকে আছে। শীর্ষ দুই দল সরাসরি প্রিমিয়ার লিগে উঠবে, আর ৩য় থেকে ৬ষ্ঠ স্থানের চার দল কোয়ালিফিকেশন প্লে-অফে লড়বে। এই পরিস্থিতিতে হামজার যোগদান শেফিল্ড ইউনাইটেডের জন্য বাড়তি শক্তি যোগাবে বলে মনে করা হচ্ছে।

  • Related Posts

    ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রেকর্ড পরিমাণ পুরস্কার ঘোষণা

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করেছে যে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মোট পুরস্কার তহবিল হবে ৬.৯ মিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৭ সালের তুলনায় ৫৩% বেশি। পুরস্কারের বিস্তারিত চ্যাম্পিয়ন দল: ২.২৪…

    বিস্তারিত
    মোহাম্মদ আলীর ঐতিহাসিক অর্জন: বিপিএলে এক ওভারে ৪ উইকেট!

    পুরোনো কথাটাই বলতে হলো মোহাম্মদ আলীকে নিয়ে। পাকিস্তানি পেসার বিপিএল অভিষেকেই ইতিহাস গড়লেন। প্রথম বোলার হিসেবে বিপিএলে এক ওভারে ৪ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ফরচুন বরিশালের হয়ে খেলা আলী। মিরপুর…

    বিস্তারিত

    যদি দেখে না থাকেন

    রাজীব: ঢাকাই সিনেমার কিংবদন্তি খলনায়ক যিনি ভয়ের চরিত্রে ভালোবাসা অর্জন করেছিলেন

    রাজীব: ঢাকাই সিনেমার কিংবদন্তি খলনায়ক যিনি ভয়ের চরিত্রে ভালোবাসা অর্জন করেছিলেন

    রমজানে মধ্যপ্রাচ্যে বা আরব বিশ্বে ব্যতিক্রমী ৬ ঐতিহ্য

    রমজানে মধ্যপ্রাচ্যে বা আরব বিশ্বে ব্যতিক্রমী ৬ ঐতিহ্য

    নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার অভিনেত্রী দিতির কন্যা লামিয়া চৌধুরী

    নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার অভিনেত্রী দিতির কন্যা লামিয়া চৌধুরী

    খিলগাঁও তালতলা মার্কেটের পাশে স-মিলে আগুন, ফায়ার সার্ভিসের অভিযান চলছে

    খিলগাঁও তালতলা মার্কেটের পাশে স-মিলে আগুন, ফায়ার সার্ভিসের অভিযান চলছে

    ১০ পেশা যেখানে ডিভোর্সের হার সর্বোচ্চ: ২০২৪ সালের পরিসংখ্যান

    ১০ পেশা যেখানে ডিভোর্সের হার সর্বোচ্চ: ২০২৪ সালের পরিসংখ্যান

    রমজানের রোযা: কুরআন ও হাদীসের আলোকে ফযীলত ও গুরুত্ব

    রমজানের রোযা: কুরআন ও হাদীসের আলোকে ফযীলত ও গুরুত্ব