মোহাম্মদ আলীর ঐতিহাসিক অর্জন: বিপিএলে এক ওভারে ৪ উইকেট!

পুরোনো কথাটাই বলতে হলো মোহাম্মদ আলীকে নিয়ে। পাকিস্তানি পেসার বিপিএল অভিষেকেই ইতিহাস গড়লেন। প্রথম বোলার হিসেবে বিপিএলে এক ওভারে ৪ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ফরচুন বরিশালের হয়ে খেলা আলী।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন আলী। ৫ উইকেটের ৪টিই পাকিস্তানি পেসার নিয়েছেন চিটাগংয়ের ১৯তম ওভারে। আর তাতেই বিরল কীর্তিতে নাম লেখালেন পাকিস্তানের হয়ে চারটি টেস্ট খেলা আলী।

নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ ওভারে মোহাম্মদ মিঠুনকে ফিরিয়ে প্রথম উইকেট নেওয়া আলী প্রথম ৩ ওভারে দিয়েছিলেন ২২ রান। ১৯তম ওভারে আক্রমণে ফিরে প্রথম বলে খালেদ আহমেদকে বোল্ড করেন। তৃতীয় বলে ৭৯ রান করা শামীম হোসেনকে ইবাদতের ক্যাচ বানান। পঞ্চম বলে দারুণ এক ফিরতি ক্যাচ নিয়ে আরাফাত সানিকে ফেরানোর পরের বলেই আলিস আল ইসলামকে বোল্ড করে ওভারে চতুর্থ ও ম্যাচে পঞ্চম উইকেট পেয়ে যান আলী।

টি-টোয়েন্টিতে এক ওভারে ৪ উইকেট নেওয়া বোলারদের তালিকা:

বোলারদলবিপক্ষভেন্যুসাল
চার্ল ল্যাঙ্গেভেল্টকেপ কোবরাইগলসকেপটাউন২০০৮
অমিত মিশ্রহায়দরাবাদপুনেপুনে২০১৭
অভিমন্যু মিথুনকর্ণাটকহরিয়ানাসুরাট২০১৯
লাসিথ মালিঙ্গাশ্রীলঙ্কানিউজিল্যান্ডক্যান্ডি২০১৯
ক্রিস গ্রিনমিডলসেক্সকেন্টক্যান্টারবেরি২০২১
কার্টিস ক্যাম্ফারআয়ারল্যান্ডনেদারল্যান্ডসআবুধাবি২০২১
দর্শন নালকান্ডেবিদর্ভকর্ণাটকদিল্লি২০২১
জেসন হোল্ডারউইন্ডিজইংল্যান্ডবার্বাডোজ২০২২
যুজবেন্দ্র চাহালরাজস্থানকলকাতামুম্বাই২০২২
আন্দ্রে রাসেলকলকাতাগুজরাটমুম্বাই২০২২
শাহিন আফ্রিদিনটিংহামবার্মিংহামট্রেন্টব্রিজ২০২৩
ড্যানিয়েল স্যামসসিডনি থান্ডারব্রিসবেন হিটব্রিসবেন২০২৩
আরিফ ইয়াকুবপেশোয়ারইসলামাবাদলাহোর২০২৪
মোহাম্মদ আলীবরিশালচিটাগংমিরপুর২০২৫

মোহাম্মদ আলীর এই পারফরম্যান্স বিপিএলের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ক্রিকেটপ্রেমীরা তার এমন দুর্দান্ত বোলিং দক্ষতা দেখে মুগ্ধ।

  • Related Posts

    ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রেকর্ড পরিমাণ পুরস্কার ঘোষণা

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করেছে যে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মোট পুরস্কার তহবিল হবে ৬.৯ মিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৭ সালের তুলনায় ৫৩% বেশি। পুরস্কারের বিস্তারিত চ্যাম্পিয়ন দল: ২.২৪…

    বিস্তারিত
    হামজা চৌধুরীর নতুন চ্যালেঞ্জ: শেফিল্ড ইউনাইটেডে যোগ দিলেন বাংলাদেশি ব্লেড

    বাংলাদেশ জাতীয় দলে খেলার সব আনুষ্ঠানিকতা শেষ করার পর ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ক্লাব ফুটবলেও নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটি থেকে তিনি যোগ দিয়েছেন চ্যাম্পিয়নশিপের…

    বিস্তারিত

    যদি দেখে না থাকেন

    রাজীব: ঢাকাই সিনেমার কিংবদন্তি খলনায়ক যিনি ভয়ের চরিত্রে ভালোবাসা অর্জন করেছিলেন

    রাজীব: ঢাকাই সিনেমার কিংবদন্তি খলনায়ক যিনি ভয়ের চরিত্রে ভালোবাসা অর্জন করেছিলেন

    রমজানে মধ্যপ্রাচ্যে বা আরব বিশ্বে ব্যতিক্রমী ৬ ঐতিহ্য

    রমজানে মধ্যপ্রাচ্যে বা আরব বিশ্বে ব্যতিক্রমী ৬ ঐতিহ্য

    নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার অভিনেত্রী দিতির কন্যা লামিয়া চৌধুরী

    নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার অভিনেত্রী দিতির কন্যা লামিয়া চৌধুরী

    খিলগাঁও তালতলা মার্কেটের পাশে স-মিলে আগুন, ফায়ার সার্ভিসের অভিযান চলছে

    খিলগাঁও তালতলা মার্কেটের পাশে স-মিলে আগুন, ফায়ার সার্ভিসের অভিযান চলছে

    ১০ পেশা যেখানে ডিভোর্সের হার সর্বোচ্চ: ২০২৪ সালের পরিসংখ্যান

    ১০ পেশা যেখানে ডিভোর্সের হার সর্বোচ্চ: ২০২৪ সালের পরিসংখ্যান

    রমজানের রোযা: কুরআন ও হাদীসের আলোকে ফযীলত ও গুরুত্ব

    রমজানের রোযা: কুরআন ও হাদীসের আলোকে ফযীলত ও গুরুত্ব